পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়েছে: হাফিজ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ । ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, “পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমান পাহাড়ে বাঙালি পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে। এজন্যই ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা।”
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, জনগণের রায়কে জামায়াত ভয় পায়। তিনি বলেন, “ইউরোপ-আমেরিকা থেকে আসা বুদ্ধিজীবীদের পরামর্শে দুই-একটি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামায়াত।”
তিনি আরও বলেন, “কেউ যদি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিএনপি তার জবাব রাজপথেই দেবে।”
আরও পড়ুন: পাহাড়ে ধর্ষণ: দলের নীরবতার প্রতিবাদে এনসিপি নেতার পদত্যাগ
বিএনপির এই নেতা জানান, জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে তিনি স্পষ্ট করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর নিয়েও সমালোচনা করেন হাফিজ উদ্দিন। তিনি বলেন, “অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন ড. মুহাম্মদ ইউনূস।”
নিউজবাংলাদেশ.কম/এসবি