News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায় মানুষ: আমীর খসরু

বিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায় মানুষ: আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। দলটি যদি সেই আদর্শ ধারণ করতে না পারে, তাহলে দেশ গড়ে তোলার লক্ষ্যও পূরণ হবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত ‘জিয়া সুইমিং কার্নিভাল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “রাজনীতিতে ধ্যানধারণা বদলাতে হবে। এখন রাজনীতিতে ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। গৎবাঁধা রাজনীতি দিয়ে আর চলবে না। নতুন নতুন ধারণা নিয়ে জনগণ ও নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, সেটাকে ধারণ করতে না পারলে আগামী দিনে রাজনীতি চলবে না।”

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার বা ক্রীড়া কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এসব কেন্দ্রের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সাঁতারসহ বিভিন্ন খেলায় প্রতিভাবানদের জন্য সুযোগ তৈরি হবে।

আমীর খসরু খেলাধুলার গণতান্ত্রিকীকরণের ওপর জোর দিয়ে বলেন, “দেশের প্রতিটি মানুষ যেন খেলাধুলায় অংশ নিতে পারে, সেজন্য খেলাধুলাকে গণতান্ত্রিক করতে হবে। রাজনীতি, অর্থনীতি ও খেলাধুলা—সব ক্ষেত্রেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন, “খেলাধুলা হলো সৎ শক্তির একটি অংশ। এই শক্তির মাধ্যমেই একটি দেশ বিশ্বে পরিচিতি লাভ করতে পারে। স্পোর্টস হচ্ছে সফট পাওয়ারের এমন একটি অংশ, যার মাধ্যমে দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরা যায়।”

আরও পড়ুন: গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান

সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারসংলগ্ন লেকে পাঁচটি ক্যাটাগরিতে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামানসহ দলের অন্যান্য নেতারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়