মাহিন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করল এনসিপি

মাহিন সরকার। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে স্বপদে বহাল করা হয়েছে।
আরও পড়ুন: “জাতীয় নির্বাচনে নীলনকশা চললে জনগণ মানবে না”
এর আগে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশক্রমে মাহিন সরকারকে তার পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি