News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া

ফাইল ছবি

ফেনী জেলার ফুলগাজী উপজেলায় বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি রয়েছে। 

উল্লেখযোগ্য বিষয় হলো, ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। এখানেই তার পৈত্রিক বাড়ি এবং এখান থেকেই তিনি একাধিকবার সংসদ সদস্য (ফেনী-১) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। 

পরদিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: আওয়ামী লীগ সন্ত্রাসী ও ফ্যাসিবাদী দল: দুদু

উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা অর্পিত দায়িত্ব সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

২০২৩ সালের রমজান মাসে ছয়টি ইউনিয়নের কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এবার সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হলো।

উপজেলা বিএনপির নেতারা মনে করছেন, খালেদা জিয়াকে ফুলগাজীর স্থানীয় রাজনীতিতে উপদেষ্টারূপে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তৃণমূলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়