News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

“বিএনপিকে সংরক্ষিত দলে পরিণত করার ষড়যন্ত্র চলছে”

“বিএনপিকে সংরক্ষিত দলে পরিণত করার ষড়যন্ত্র চলছে”

ফাইল ছবি

দেশব্যাপী বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচি চলমান থাকলেও সরকার দলের বিভিন্ন মহল দলটির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি দাবি করেন, এই অপপ্রচার মূলত রাজনীতির ময়দানকে অসমতল করে বিএনপিকে সংরক্ষিত দলে পরিণত করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

রিজভী বলেন, ৫ আগস্ট থেকে এই অপপ্রচার শুরু হয়েছে। এটি আসলে রাজনৈতিক মাঠকে অসম করার একটি কৌশল। এটি ১/১১ সময়কার কুখ্যাত ‘মাইনাস টু’ ফর্মুলারই পুনরাবৃত্তি। 

তিনি আরও বলেন, সরকারি উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে বিএনপিকে টার্গেট করা হচ্ছে, ঠিক তখন যখন তারা সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করছে।

রিজভী অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা প্রতারিত হয়েছে। শিক্ষাঙ্গনে ষড়যন্ত্র চলছে কিনা সে বিষয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে ‘পোষ্যকোটা’ ইস্যু পরিকল্পিতভাবে সামনে আনা হয়েছে।

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, টিউলিপ সিদ্দিকী ইংল্যান্ডের এমপি হওয়া দেশের জন্য সম্মানের হলেও দুর্নীতির সংশ্লিষ্টতার কারণে তার মন্ত্রিত্ব শেষ হয়েছে। পাসপোর্ট ও পরিচয়পত্র সংক্রান্ত প্রমাণ থাকা সত্ত্বেও তিনি অস্বীকার করছেন। 

রিজভী আরও অভিযোগ করেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরাও বিদেশে প্রতারণার সঙ্গে যুক্ত হচ্ছেন।

আরও পড়ুন: “ভিপিকে কি ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে”

তিনি বলেন, বিতর্কিত সচিব মোখলেসুর রহমানকে কন্ট্রাক্ট সার্ভিসে বহাল রাখা হয়েছে। পাশাপাশি, প্রশাসন নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে ডিসি ও এসপি পদে বিশেষ রাজনৈতিক দলের সমর্থক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। 

রিজভী প্রশ্ন তোলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে কীভাবে পরিকল্পনা কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসানো হয়?

রিজভী আশঙ্কা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয় ঠেকাতে সরকার প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। 

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসনের ভেতর যারা এই চেষ্টা করছেন, তাদের উদ্যোগ সফল হবে না।

তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং দুর্গাপূজা উপলক্ষে উসকানি ও নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, দলীয় নেতাকর্মীরা পূজামণ্ডপে প্রহরীর ভূমিকায় লাগাতার অবস্থান রাখুন, যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

রিজভীর বক্তব্যের পাশাপাশি, জাতীয় প্রেস ক্লাবেও তিনি একই অভিযোগ করেছেন। 

সেখানেও তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন কায়দা এবং ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

এর আগে, গত শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই ধরনের অভিযোগ করেছেন। 

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। তবে বিএনপি হচ্ছে সেই দল, যাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ তা করতে পারেনি। আমরা ফিনিক্স পাখির মতো উঠে আসি।

রিজভী বিশেষভাবে উল্লেখ করেছেন, ছাত্রদলের সাথে সম্পৃক্ততার অভিযোগে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে রাখা হয়েছে। 

তিনি বলেন, ডিসি-এসপি পদে একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকরা নিয়োগ পাচ্ছেন, যা প্রশাসনকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়