News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বিপ্লব সফল করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে: ফখরুল

বিপ্লব সফল করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে: ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো বিপ্লব তখনই সফল হবে যখন তার পেছনে একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন থাকবে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রয়াত কমরেড বদরুদ্দীন উমরের জীবনাবসানে আয়োজিত শোকসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আজকের সমাজে যে হতাশা এসেছে, তার মূল কারণ হলো বিপ্লবী সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে কোনো বিপ্লবই টিকে থাকতে পারে না। যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদের অবশ্যই সেই সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।

তিনি প্রয়াত কমরেড বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, উমর জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ ও সংগ্রামের সঙ্গে কোনো আপস করেননি। নতুন প্রজন্মের উচিত তার মতো আদর্শিক ও আপসহীন নেতাদের কাছ থেকে শিক্ষা নেওয়া। উমরের ভাষায়, বিপ্লব করতে হলে একেবারে মানুষের কাছে চলে যেতে হবে।

আরও পড়ুন: দুর্গাপূজায় চক্রান্ত-নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক করলেন ফখরুল

শোকসভার শুরুতে প্রয়াত বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মাহবুবউল্লাহ, কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, ড. আকমল হোসেন, কমরেড সজীব রায় এবং অধ্যাপক সিরাজুল ইসলাম বক্তব্য দেন। 

এছাড়াও অনুষ্ঠানে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত পরিবেশন করা হয় এবং প্রয়াত নেতার জীবন ও সংগ্রাম বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী বিপ্লব তখনই সফল হয় যখন তার পেছনে শক্তিশালী সংগঠন থাকে। আজ যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে মজবুত করতে হবে। 

তিনি উল্লেখ করেন, কমরেড বদরুদ্দীন উমরের সঙ্গে সরাসরি মেলামেশার সুযোগ সীমিত হলেও উমরের আদর্শ ও সংগ্রাম তার জন্য অনুপ্রেরণার উৎস।

শোকসভায় বক্তারা প্রয়াত নেতার আদর্শিক জীবন, সামাজিক ও রাজনৈতিক সংগ্রাম, এবং নতুন প্রজন্মের কাছে তার শিক্ষণীয় দিকগুলো তুলে ধরেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়