News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

“রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে গণতন্ত্র ব্যর্থ হবে”

“রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে গণতন্ত্র ব্যর্থ হবে”

ছবি: সংগৃহীত

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে ভবিষ্যতের গণতন্ত্রচর্চা আগের মতোই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, খুব জোর দিয়ে বলছি, যদি রাজনৈতিক সংস্কৃতিতে আমরা পরিবর্তন না আনি, তাহলে ভবিষ্যতের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগের মতো হবে—যেটা আমাদের কাম্য নয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

গোলটেবিল আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)। 

এসময় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে আনা হয়েছে। এখন তা সাংবিধানিক ও আইনি কাঠামোয় রূপ দেওয়ার প্রয়োজন। জনগণ ও ’২৪-এর গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

আরও পড়ুন: “সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন শূন্য”

তিনি দেশের স্থিতিশীলতা রক্ষায় জাতীয় ঐক্যের গুরুত্বও তুলে ধরেন। 

সালাহউদ্দিন বলেন, জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্য অপরিহার্য। জুলাই আন্দোলন আমাদের সামনে সেই সুযোগ এনেছিল। আদর্শগত বা কৌশলগত মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই এখন একমাত্র রাজনৈতিক শক্তি, যা ধরে রাখতে হবে। নানাবিধ মতভেদ থাকলেও এই শক্তি সমুন্নত রাখতে হবে।

বিএনপি নেতা আরও বলেন, রাজনৈতিক দলে ভিন্নমত ও নির্বাচনি কৌশলগত অবস্থান থাকতে পারে, তবে তা মোকাবিলা করতে হবে সহমর্মিতা, সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমে। তিনি উল্লেখ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকেও মতবিরোধ হয়েছে, তবে কখনো সৌহার্দ্য নষ্ট হয়নি।

সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদী অপসংস্কৃতির বিলুপ্তির প্রয়োজনীয়তাও উল্লেখ করেন। 

তিনি বলেন, ফ্যাসিবাদী অপসংস্কৃতি বিলুপ্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মতানৈক্য থাকলেও যেন তা ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ক্ষতি না করে।

অন্তে তিনি সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার যারা এখনই চাচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন বলেও মন্তব্য করেন। 

তিনি বলেন, দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতেই পারে, তবে এক অপরের প্রতি সহনশীল হতে হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়