News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৩, ২১ আগস্ট ২০২৫

১৫ আগস্ট শোক জানানো সেলিব্রেটিদের নিয়ে যা বললেন রিজভী

১৫ আগস্ট শোক জানানো সেলিব্রেটিদের নিয়ে যা বললেন রিজভী

ছবি: সংগৃহীত

১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন সেলিব্রেটিদের শোক প্রকাশকে ‘অনুভূতি বিসর্জন’ দেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তার মতে, তথাকথিত কবি, সাহিত্যিক, অভিনেতা ও অভিনেত্রীরা বস্তুগত প্রাপ্তির লোভে পড়ে ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘৩৬-জুলাই’ এর প্রিমিয়ার অনুষ্ঠানে এবং রাজধানীর অন্য একটি কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী তার বক্তব্যে বিশেষভাবে মিডিয়া ব্যক্তিত্বদের সমালোচনা করেন। 

তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে অনুভূতিশীল মানুষ তারা, যারা মিডিয়ার সঙ্গে যুক্ত। কিন্তু ‘পানি লাগবে পানি’ বলে গুলি খেতে খেতে বন্ধুর জন্য পানি নিয়ে যাওয়ার মতো ঘটনাও তাদের মনকে নাড়া দেয়নি। অথচ, তারা ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানকে ‘মহামানব’ বলে নানা পোস্ট দিচ্ছেন। 

রিজভী মনে করেন, এই ধরনের আচরণ তাদের অনুভূতির জায়গাটা বিসর্জন দেওয়ার ইঙ্গিত বহন করে।

তিনি আরও দাবি করেন, একটি ফ্যাসিস্ট সরকার কীভাবে শিল্প-সংস্কৃতির মানুষদের নিজের পক্ষে টানতে পারে, তার উদাহরণ হিসেবে তিনি একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে সর্বোচ্চ পদে পদোন্নতি দেওয়ার ঘটনা তুলে ধরেন। একইভাবে, শিল্প-সংস্কৃতি জগতের তারকাদেরও রানওয়ের পাশে ফ্ল্যাট দিয়ে পুরস্কৃত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির এই নেতা জুলাই আন্দোলনকে ‘জুলাই বিপ্লব’ হিসেবে অভিহিত করেছেন। 

আরও পড়ুন: ৭৫-এর পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন: রিজভীর অভিযোগ

তার মতে, গত ১৬ বছরের নির্যাতন, নিপীড়ন, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটেই এই বিপ্লবের জন্ম হয়েছে। 

তিনি বলেন, অসংখ্য তরুণ ছাত্রকে হত্যা ও গুম করার ঘটনা জনসমাজের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে, যার বহিঃপ্রকাশ জুলাইয়ে ঘটেছে।

রিজভী জুলাই আন্দোলনকে একটি ‘মহাকাব্যিক ঘটনা’ হিসেবে বর্ণনা করে বলেন, এই আন্দোলনে অংশগ্রহণকারী নিহত ও আহত প্রত্যেকেই ঐতিহাসিক চরিত্র।

সরকারের বিরুদ্ধে রিজভী গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগও তোলেন। 
তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের নামে একটি বই তৈরি করা হয়েছে, যা আমি বিশ্বাস করতাম যে তিনি নিজেই লিখেছেন। কিন্তু এখন জানা যাচ্ছে যে একজন পুলিশ কর্মকর্তাকে তার সহকর্মীদের নিয়ে এটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এর জন্য তাদের এক কোটি করে টাকা দেওয়া হয়েছে। 

এই ঘটনাকে রাষ্ট্রের অর্থ লুটপাটের একটি বড় উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে এবং জনগণের টাকা শেখ হাসিনা তার দল ও পরিবারের স্বার্থে ব্যবহার করছেন। এসব আর্থিক অনাচার এবং লুটপাটের কারণেই জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, যা জুলাই আন্দোলনের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

একই অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও বক্তব্য দেন। রিজভী তার মন্তব্যে নুর এবং টুকুর ওপর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কথা তুলে ধরেন। 

রিজভী বলেন, ডাকসুর ভিপি চাট্টিখানি কথা নয়, ডাকসুর ভিপির গায়েও হাত দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার।

নুর তার বক্তব্যে বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী কখনও জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না।

রুহুল কবির রিজভীর এই মন্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়