News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫০, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

বিএনপি সিটি নির্বাচন বর্জন করতে চায় না: মাহবুব

বিএনপি সিটি নির্বাচন বর্জন করতে চায় না: মাহবুব

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, বিএনপি নির্বাচন মুখী ও গণতান্ত্রিক দল। আমরা নির্বাচন বর্জন করতে চাই না। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে সবার মতামত নিচ্ছেন। তবে সরকার এখন পর্যন্ত সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেনি।

মঙ্গলবার বিকেলে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সিটি নির্বাচন নিয়ে তৃণমূল থেকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সদস্য পর্যন্ত আলোচনা চলছে। সরকার ও নির্বাচন কমিশনার নির্বাচনের লেভেল পেলেন ফিল্ড সৃষ্টি করলে আমরা আগেই নির্বাচনে আসতে পারতাম। আমরা এখন আশা করছি তারা নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করবে এবং সে নির্বাচনে আমরা অংশগ্রহন করব।”

বিএনপি এই শীর্ষ নেতা বলেন, “জিয়াউর রহমানের আহবানে এ দেশের মানুষ সাড়া দিয়ে সমস্ত ত্যাগ তিতিক্ষা করে স্বাধীনতা অর্জন করেছিল। মুক্তিযোদ্ধার মূল চেতনা ছিল গণতন্ত্র। এখন গণতন্ত্রের নামে স্বৈরাতন্ত্র চলছে। ৪৪ বছরেও রাজনৈতিক শিষ্টাচার তৈরি হয়নি। তার জন্যই দেশে চরম বিপর্যয় ও অস্থিরতা চলছে।”

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মোহাম্মাদ ইব্রাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ব্যারিস্টার হায়দার আলী, বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়