News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৯, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

হরতাল নেই, বুধবার বিক্ষোভ

হরতাল নেই, বুধবার বিক্ষোভ

ঢাকা: লাগাতার হরতাল কর্মসূচি থেকে সরে এসে বুধবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ২০ দল।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির আপদকালীন মুখপাত্র বরকতুল্লাহ বুলু এ কর্মসূচির কথা জানান।

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০ দলীয় জোটের ‘গুম’ নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে সারাদেশে গুম, খুন, বন্দুকযুদ্ধের নামে ঠাণ্ডা মাথায় পরিকল্পিত হত্যা, গণগ্রেফতার ও যৌথবাহিনীর নামে বিশেষ বাহিনীর নির্যাতন-নিপীড়ণ বন্ধের বিরুদ্ধেও বিক্ষোভ করা হবে।

বিবৃতিতে চলমান অবরোধের পাশাপাশি ২৫ মার্চ বুধবার দেশব্যাপী জেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

বিবৃতিতে বুলু বলেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল পালন করতে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীকে অনুরোধ করা হলো।

এছাড়া আগামী ২৬ মার্চ রোজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের জন্য বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়