‘লালবাগে ককটেল উদ্ধার সাজানো নাটক’
ঢাকা: যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের লালবাগের বাসায় ককটেল ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা সাজানো নাটক। এ নাটক সাজিয়েছে সরকার ও ঢাকা মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মিনহাজুল আলম মিন্টু। এ অভিযোগ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রতিবাদলিপিতে সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু এ অভিযোগ করেছেন।
বিবৃতিতে তারা জানান, গতকাল রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুর ছোট ভাই যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানির উদ্দেশ্যে তার ভাড়া দেয়া বাসায় ককটেল ও বিস্ফোরক দ্রব্য রেখে তাকে ফাঁসানোর অপচেষ্টা করা হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় বলেন, সপু ও মীর নেওয়াজ ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি ছিলেন। ৯০- এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তারা অগ্রণী ভূমিকা পালন করেন।
বিবৃতিতে জানানো হয়, বর্তমানে গণবিচ্ছিন্ন সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার চলমান গণতান্ত্রিক আন্দোলনে তারা নেতৃত্ব দিচ্ছেন। এজন্য সরকার ও ঢাকা মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মিনহাজুল আলম মিন্টু তাদের বাসায় এসব বিস্ফোরক রেখে তার মেয়েকে দিয়ে উদ্ধারের নাটক সাজিয়েছে।
নেতৃদ্বয় আরো জানান, মিন্টুর মেয়ে ওই এলাকার পুলিশের সহকারী কমিশনার। সপু ও মীর নেওয়াজ পরিচ্ছন্ন গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। সরকার গণগ্রেফতার, হত্যা, গুম ও সব ধরনের মানবাধিকার লঙঘন করে চলমান আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে।
বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি নেতাদের হয়রানি বন্ধেরও আহবান জানানো হয়। সাজানো নাটক যারা তৈরি করেন তাদেরকে বিচারের আওতায় আনারও দাবিও নেতৃবৃন্দ জানান।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম








