কাতারে ইসরায়েলি বিমান হামলায় তারেক রহমানের নিন্দা
ফাইল ছবি
কাতারে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি গভীর সংহতি প্রকাশ করেন।
তারেক রহমান লিখেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান— অবিলম্বে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আন্তর্জাতিক নীতিমালা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দোষীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, আমরা যুদ্ধবিরতি নিশ্চিত, জিম্মিদের মুক্তি এবং মানবিক মূল্যবোধের পক্ষে একটি ঐক্যবদ্ধ অবস্থানের ওপর গুরুত্বারোপ করছি।
তার পোস্টে কাতারে ইসরায়েলি হামলার একটি ছবি যুক্ত করা হয়, যা হামলার ভয়াবহতা তুলে ধরে।
আরও পড়ুন: “জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো পদ্ধতি অনুসরণ করা যাবে না”
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলের যুদ্ধবিমান হামলায় কাতারের রাজধানী দোহাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।
ইসরায়েলি একটি সূত্র জানায়, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আবাসিক ভবন লক্ষ্য করে চালানো এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
তিনি আরও বলেন, ইসরায়েলের এই বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে কাতার কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








