News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ০৪:২১, ১ মার্চ ২০২০

সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করলেন ইউএনও

সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করলেন ইউএনও

সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহম্মেদ।

 শনিবার দুপুরে সহধর্মিণী ও ছোট ছেলে জুনায়েদ তানভিরকে সাথে নিয়ে মিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন ইউএনও।

বিদ্যালয়ের পৌঁছানোর পর প্রথম শ্রেণিতে ভর্তি করতে যাবতীয় কার্যসম্পাদন করেন মিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীরিন সুলতানা।

এদিকে নতুন এ শিক্ষার্থী ও তার অভিভাবককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 

এর আগে গত সপ্তাহে ইউএনও এস এম জামাল আহমেদ উপজেলা শিক্ষা অফিসারের সাথে তার সন্তানকে ভর্তির ব্যাপারে আলোচনা করেন। এক পর্যায়ে সন্তানকে মিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে মনস্থির করেন।

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম জামাল আহমেদ বলেন, “সরকারি কর্মকর্তা হিসেবে নিজের সন্তানকে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করানো কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। নিজের বিবেকের দংশনে সরকারি প্রাথমিকে ভর্তি করলাম। তাছাড়া সরকারি প্রাথমিকে পড়েই আজ আমি ইউএনও হতে পেরেছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সুযোগ সুবিধার পাশাপাশি আছে খেলাধুলা ও চিত্তবিনোদনের ব্যবস্থা। শুধু একটি কক্ষের মধ্যে পড়ানোকে শিক্ষা বলা যায় না। একটি শিশুকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ দিতে হবে যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে।”

সন্তানকে মিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পর বিদ্যালয়ের সুদৃশ্য শ্রেণিকক্ষ, ডিজিটাল হাজিরা, সিসিটিভি ক্যামেরা, বিভিন্ন শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী ঘুরে দেখেন ইউএনও।

বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ দেখে তিনি ও তার সহধর্মিণী তানভিরা সুলতানা সন্তুষ্টি প্রকাশ করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়