ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী মুস্তাফিজ
ঢাকা: অভিষেক ম্যাচে ৫ ও তার পরের ম্যাচে ৬ উইকেট নিয়ে বিরল এক কীর্তি গড়ে রেকর্ডের পাতায় উঠে গেলেন মুস্তাফিজুর রহমান।
রোববার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে তরুণ এই পেসার ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর টানা দুই ম্যাচে ১১ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়লেন। এইখানে তার পাশে আর কেউ নেই।
ক্রিকেট ইতিহাসে এর আগে জিম্বাবুয়ের ব্রায়ান ভিটরি অভিষেকের পর প্রথম দুই ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। ভিটরি ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষেই ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ১০ উইকেট পেয়েছিলেন। তবে বাংলাদেশি হিসেবে মুস্তাফিজ এই অর্জনে সবার আগেই রয়েছেন। মুস্তাফিজের আগে অভিষেকে ৫ উইকেট পাওয়া একমাত্র বোলার তাসকিন আহমেদ দ্বিতীয় ম্যাচে পেয়েছিলেন ২ উইকেট।
এর আগে, ম্যাচের প্রথম ওভারেই ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে ফেরান তিনি। এরপর রায়না, ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও অক্ষর প্যাটেলকে আউট করেছেন মুস্তাফিজ। পরে ৪১তম ওভারের শেষ বলে রবীচন্দ্রন অশ্বিনকে আউট করে রেকর্ডের পাতায় উঠে যান মুস্তাফিজ।
প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী ভারতকে ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিলো টাইগাররা। নিজের অভিষেক ম্যাচে অসাধারণ বোলিং করেন মুস্তাফিজ একাই ৫ উইকেট নিয়েছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








