ওসমানীতে বিদেশি বিমানের যাত্রা শুরু বিকেলে
সিলেট: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিমান চলাচল শুরু হচ্ছে।
বুধবার বিকেলে সংযুক্ত আরব আমিরাত থেকে ১৬২ জন যাত্রী নিয়ে ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইনসের একটি বিমান এখানে অবতরণ করবে।
বিকেল চারটা ৪০ মিনিটে বিমানটি অবতরণ করবে বলে। পরে যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ওসমানীকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু রিফুয়েলিং স্টেশন না থাকায় এখানে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু সম্ভব হয়নি। গত মার্চ মাসেই রিফুয়েলিং স্টেশনের নির্মাণকাজ শেষ হয়। এর ফলে এখন থেকে বিদেশি বিমান ওসমানীতে অবতরণ বা উড্ডয়নের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম