News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩২, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

ঢাকা: শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই সারাদেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বুধবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়।

সারা দেশের মোট দুই হাজার ৪১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে আট লাখ ৮৬ হাজার ৯৩৩, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০, কারিগরি বোর্ডের অধীনে ৯৮ হাজার ২৪৭ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) চার হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী রয়েছে।

রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষায় শিক্ষার্থীদের নিরাপত্তায় সংশ্লিষ্ট বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, এবার হরতাল অবরোধের কারণে কোনো পরীক্ষা পেছানো হবে না। শুধুমাত্র সিটি নির্বাচনের কারণে ২৬-২৮ তারিখের পরীক্ষা পেছানো হবে।

তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হবে ১১ জুন। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন। দেশের বাইরে ৭টি কেন্দ্রে ২৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুযায়ী, তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হবে ১১ জুন। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন।

উল্লেখ্য গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার ৪৯০ জন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়