News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৩, ২৫ জানুয়ারি ২০২০
আপডেট: ১৬:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২০

ফরিদপুরে ৩৫ কেজি গাঁজাসহ নারী আটক

ফরিদপুরে ৩৫ কেজি গাঁজাসহ নারী আটক

ফরিদপুরের ভাঙ্গায় ৩৫ কেজি গাঁজাসহ স্বপ্না বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপ্না বেগম ওই গ্রামের জিয়ার ওরফে জিয়া মাতুব্বরের স্ত্রী।

পুলিশ জানায়, আটক স্বপ্না বেগম ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও একাধিকবার মাদকসহ তার পরিবারের সদস্যদেরকে পুলিশ আটক করেছে । তবে প্রতিবারই ছাড়া পেয়ে তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, বিপুল পরিমাণ গাঁজা মজুদ ও বিক্রির খবর পেয়ে তিনি ও অফিসার ইনচার্জসহ থানা পুলিশের একটি দল আটক স্বপ্না বেগমের বাড়িতে অভিযান চালান। এ সময় ঘরের ড্রামের মধ্যে চাদর দিয়ে লুকিয়ে রাখা সাতটি ব্যাগে মোট ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যান। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মাদক মামলা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়