গাজীপুরে পুলিশ পরিচয়ে ৫ সোনার দোকান লুট

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ‘পুলিশ পরিচয়ে’ পাঁচটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।
উপজেলার উলুখোলা বাজারে সজলের মালিকাধীন ‘সোনালি জুয়েলার্স’, নারায়ণের ‘রাজীব জুয়েলার্স’, ‘চঞ্চল শিল্পী জুয়েলার্স’, দীপঙ্করের ‘রূপসী জুয়েলার্স’ ও সুকান্তের ‘সন্দীপ জুয়েলার্সে’ সোমবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান।
বাজারে দায়িত্বে থাকা পাহারাদারদের বরাতে কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু রোজারিও জানান, সোমবার রাত সোয়া ১১টার দিকে পুলিশের পোশাক পরা ৩০-৪০ জন ডাকাত বাজারে প্রবেশ করে।
তারা পুলিশ পরিচয় দিয়ে প্রথমে বাজারে থাকা সাতজন পাহারাদারসহ ২০-২৫ জন লোককে একটি কাপড়ের দোকানে বন্দি করে রাখে। পরে বাজারের প্রতিটি প্রবেশদ্বারে নিজেদের লোক দিয়ে পাহারা বসিয়ে দেয়।
সন্দীপ জুয়েলার্সের মালিক সুকান্ত বলেন, “ডাকাতরা পাঁচটি সোনার দোকানের তালা ভেঙে সিন্দুকে থাকা প্রায় একশো ভরির বেশি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।”
পরে দোকানে বন্দি লোকেরা চিৎকার শুরু করলে এলাকাবাসী গিয়ে দোকানের সাটার খুলে তাদের উদ্ধার করে বলে জানান তিনি।
উদ্ধার হওয়া লোকেরা জানান, ডাকাতরা নিজেদের পুলিশ ও র্যাব পরিচয় দিয়ে তাদের সাকিরের কাপড়ের দোকানে নিয়ে জড়ো করে এবং তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে দোকানের সাটার আটকে দেয়।
ওসি বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে তারা নিঃসন্দেহে ডাকাতদল, র্যাব বা পুলিশের কোনো সদস্য এতে জাড়িত নয়।”
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
নিউজবাংলাদেশ.কম/ডি