News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৫, ২৭ অক্টোবর ২০১৯
আপডেট: ০২:১৭, ১ মার্চ ২০২০

মেক্সিকোয় দাবানলে ২ জনের মৃত্যু

মেক্সিকোয় দাবানলে ২ জনের মৃত্যু

মেক্সিকোর উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য বাজা ক্যালিফোর্নিয়ায় দাবানলে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দুইশ ঘরবাড়ি।

বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের নাগরিক সুরক্ষা বিভাগের পরিচালক অ্যান্তোনিও রোজকুইলাস জানান, মৃতদের দুইজনই নারী। তাদের একজনের বয়স ১৫, অন্যজনের ১৯। 

বৃহস্পতিবার সকালে এনসেনাদায় আগুন লাগে। এরপর সন্ধ্যা নামতে নামতেই ৭ হাজার একর জায়গায় তা ছড়িয়ে পড়ে। 

রোজকুইলাস জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপক কর্মীরা কাজ করে যাচ্ছেন। তারা এনসেনাদা শহরের শতকরা ৬০ ভাগ ও টেকেট শহরের ৮০ ভাগ আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

দাবানল থেকে বাঁচতে যাদের সরিয়ে নেওয়া হয়েছিল তারা বাড়িঘরে ফিরতে শুরু করেছে বলে মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে। 

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়