News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ডিজিটাল ভূমি জরিপে বাংলাদেশ–কোরিয়া সমঝোতা

ডিজিটাল ভূমি জরিপে বাংলাদেশ–কোরিয়া সমঝোতা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ডিজিটাইজড ক্যাডাস্ট্রাল জরিপ এবং সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশের ভূমি মন্ত্রণালয়ের মধ্যে এই চুক্তি ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং ডিজিটাল রূপান্তরের পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার গয়াং শহরের কিনটেক্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘কে-জিও ফেস্টা-কিউ ২০২৫’-এর প্রথম দিনে সকাল সোয়া ৯টার দিকে এই দ্বিপাক্ষিক বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশের পক্ষে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লি শেং জিওং (বা লি সাং কিয়ং) স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল ২৪-২৬ সেপ্টেম্বর গয়াং শহরে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ করে। সম্মেলনের স্লোগান ছিল: “Geo AI: Driving Change, Shaping the World”। প্রতিনিধি দলটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন সেমিনার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভূ-স্থানিক প্রযুক্তির প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

উল্লেখযোগ্য যে, গত জুন মাসে সিনিয়র সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে। সেই বৈঠকে সারাদেশে ডিজিটাল ক্যাডাস্ট্রাল জরিপ এবং একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনা সিস্টেম তৈরির বিষয়ে সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক সম্পাদনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এবার এই স্মারকটি স্বাক্ষরিত হলো।

আরও পড়ুন: সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ডিজিটাল জরিপ এবং ভূমি ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভূ-স্থানিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। বিশেষভাবে, এআই ও জিওস্প্যাটিয়াল প্রযুক্তির মাধ্যমে ভূমি রেকর্ডের নির্ভুলতা এবং তথ্যভাণ্ডার সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনের শেষ দিন, ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় “International Meeting for Advancing Geospatial Information Cooperation” শীর্ষক গোলটেবিল বৈঠক। 

এতে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, আজারবাইজান, মঙ্গোলিয়া, পেরু, ইন্দোনেশিয়া—সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় ডিজিটাল টুইনস, বিগ ডেটা, জিও-এআই প্রভৃতি ভূ-স্থানিক প্রযুক্তির ব্যবহার, নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও উদ্ভাবনে পারস্পরিক সহযোগিতার জন্য একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নির্ভুল ভূমি রেকর্ড ও পূর্ণাঙ্গ ভূমি তথ্য ভাণ্ডারের অভাব। সর্বাধুনিক ভূ-স্থানিক প্রযুক্তি ব্যবহার করে সারাদেশে ডিজিটাল জরিপ পরিচালনা এবং নির্ভুল ভূমি রেকর্ড তৈরির মাধ্যমে এই সমস্যার সমাধানে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

সম্মেলনে অংশগ্রহণ এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশে আধুনিক ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা এবং নাগরিকদের জন্য ডিজিটাল ও জনবান্ধব ভূমিসেবা প্রদানের এক নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। এই উদ্যোগ ভবিষ্যতে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং স্বচ্ছতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়