News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০২, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:২৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

এ জন্য ইইউ, নির্বাচন কমিশন (ইসি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করার প্রস্তাব রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ’র প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, সব পর্যবেক্ষক একসঙ্গে আসবেন না; তারা তফসিল ঘোষণার পর ধাপে ধাপে ভাগ হয়ে বাংলাদেশে আসবেন। একটি অ্যাসেসমেন্ট টিম আমাদের সঙ্গে দেখা করে কিছু বিষয় সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও তাদের আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে।

ইইউ পর্যবেক্ষক দলের আগ্রহ মূলত নির্বাচন প্রক্রিয়ার সব ধাপ দেখার ওপর। 

আখতার আহমেদ জানান, তারা জানতে চেয়েছে পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন কি না, গোপন কক্ষে ঢুকতে পারবেন কি না এবং ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন কি না। এছাড়া নির্বাচনের ফলাফল কীভাবে প্রকাশ করা হয়, সেটিও তারা দেখতে চায়। তারা শিডিউল ঘোষণার পর থেকে গেজেট প্রকাশ পর্যন্ত পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে আগ্রহী।

আরও পড়ুন: নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তায় প্রস্তুত যুক্তরজ্য: সারাহ কুক

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই ইইউর প্রাক-নির্বাচনী মূল্যায়নকারী দল চট্টগ্রাম ও রংপুরের সৈয়দপুর অঞ্চল ঘুরে দেখেছেন। দলের পর্যবেক্ষণে ভোটার তালিকা হালনাগাদসহ অন্যান্য কার্যক্রমের অগ্রগতি এবং নতুন ভোটার অন্তর্ভুক্তির বিষয়েও সন্তোষ প্রকাশ করা হয়েছে।

ইসির সিনিয়র সচিব আরও বলেন, পর্যবেক্ষকরা বিভিন্ন সময়ে ধাপে ধাপে আসবেন; সব ১৫০ জন একসঙ্গে উপস্থিত থাকবেন না। আমাদের কাজের অগ্রগতি দেখে তারা সন্তুষ্ট। খুব শিগগিরই আরও একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে।

একই দিনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেন। 

তিনি নির্বাচনের চলমান কার্যক্রমে স্বাচ্ছন্দ্য ও স্বচ্ছতা স্বাগত জানিয়ে বলেন, ব্রিটিশ হাইকমিশন পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, ভোটার শিক্ষা এবং নির্বাচনের আনুষঙ্গিক বিষয়গুলোতে সহায়তা করতে প্রস্তুত।

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের আগমনের মাধ্যমে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের সুযোগ বৃদ্ধি পাবে বলে ইসি আশা করছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়