News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৮:২৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি: সংগৃহীত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, “বাংলাদেশের জনগণ এবং বিশ্বের বিবেকবান মানুষের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে ভাষণ দেন তিনি।

গাজায় চলমান সহিংসতা ও হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে ইউনূস বলেন, “আমি সতর্ক করে বলছি, চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতির মাধ্যমে ভূরাজনীতি এবং অন্যের ভোগান্তিতে উদাসীনতা বহু দশকের অর্জন ধ্বংস করে দিচ্ছে। এর সবচেয়ে মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছি গাজায়।”

বিশ্ববাসীর চোখের সামনে গাজায় পরিচালিত বর্বর গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে। বেসামরিক জনগণকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। হাসপাতাল, স্কুলসহ গোটা জনপদ ধ্বংস করে দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: প্রতিরক্ষা সচিবের পরিচয়ে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর

জাতিসংঘের স্বাধীন তদন্ত দলের প্রতিবেদন উল্লেখ করে ইউনূস বলেন, “আমাদের চোখের সামনেই একটি বর্বর গণহত্যা সংঘটিত হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে মানবজাতির পক্ষ থেকে আমরা এটি বন্ধে সর্বোচ্চ চেষ্টা করতে পারিনি। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”

এ সময় তিনি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহারের অধিকারকে সমর্থন করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়