প্রতিরক্ষা সচিবের পরিচয়ে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর

ফাইল ছবি
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে একটি অসাধু চক্র। এ বিষয়ে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করছে। ওই চক্র একাধিক মোবাইল নম্বর (০১৮৮১৭৪৭৩৪৩) এবং হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনৈতিক সুবিধা দাবি করছে এবং প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।
আরও পড়ুন: সিআইডি তদারকিতে গণঅভ্যুত্থানের ৬৫ হত্যাসহ ১১৩ মামলা
আইএসপিআর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিরক্ষা সচিবের নাম ও পরিচয় ব্যবহার করে এই ধরনের প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক থেকে প্রতারক চক্রের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
আইএসপিআর আরও জানায়, এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে এবং প্রতারকদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজবাংলাদেশ.কম/পলি