News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা পাচ্ছে না।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপ শুরু হবে। প্রথমে সুশীল সমাজ ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিএনপি থেকে কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়া হয়নি: রিজভী

তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধিমালা এবং প্রতীকের ভেটিং সম্পন্ন হয়ে কমিশনে এসেছে। তবে সংশোধিত প্রতীকের তালিকায় শাপলা নেই। এজন্য এনসিপিকে নতুন করে বিকল্প প্রতীকের আবেদন করতে হবে।

আখতার আহমেদ বলেন, কমিশনের কাছে যেসব প্রতীক রয়েছে, সেসবের মধ্য থেকেই এনসিপিকে বেছে নিতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়