News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

ট্র্যাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩ হাজার ৮০৮ মামলা

ট্র্যাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩ হাজার ৮০৮ মামলা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ৮০৮টি মামলা করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক বিভাগ।

শনিবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তালেবুর রহমান বলেন, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির ট্র্যাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০৯ গাড়ি ডাম্পিং, ৪০টি গাড়ি রেকার ও ২ হাজার ৪৮৫টি মামলা করা হয়।

বাংলাদেশসহ ৯ দেশের জন্য আরব আমিরাতে ভিসা নিষেধাজ্ঞা

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির ট্র্যাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০২ গাড়ি ডাম্পিং, ১০২ টি গাড়ি রেকার ও ১৩২৩টি মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্র্যাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্র্যাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তালেবুর রহমান।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়