News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪০, ২৫ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি: মৃতের সংখ্যা বেড়ে ৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: মৃতের সংখ্যা বেড়ে ৩৩

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ ঘটনায় এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৫০ জন।

শুক্রবার (২৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

তিনি জানান, নিহতদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে, ১৫ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এবং একজন ইউনাইটেড হাসপাতালে।

বর্তমানে আহত ৫০ জন চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে ৪০ জন, সিএমএইচে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।

আরও পড়ুন: মাইলস্টোন ট্রাজেডি: পাঁচদিনের লড়াই শেষে দগ্ধ শিক্ষার্থী মাকিনের মৃত্যু

উল্লেখ্য, গত ২১ জুলাই সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনায় দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়