News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ১৩ জুলাই ২০২৫

সোহাগ হত্যা: আরও দুই আসামি গ্রেফতার

সোহাগ হত্যা: আরও দুই আসামি গ্রেফতার

সজীব বেপারী ও রাজীব ব্যাপারী। ছবি: সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও দুইজন এজহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৩ জুলাই) সকালে ঢাকা ও নেত্রকোনা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার দুজন হলেন সজীব ও রাজীব। এই নিয়ে মামলার মোট সাতজনকে গ্রেফতার করা হলো।

এদিকে, হত্যার বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রবিবার দুপুর থেকে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দেন।

গত বুধবার (১০ জুলাই) দুপুরে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদকে কুপিয়ে ও কংক্রিটের বোল্ডার দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনাটি মূহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

আরও পড়ুন: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে চলচ্চিত্র প্রদর্শনী-কনসার্ট

পরদিন নিহত সোহাগের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। স্থানীয়দের ধারণা, চাঁদাবাজিকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়