মিটফোর্ডে নিরাপত্তাহীনতায় ইন্টার্ন চিকিৎসকদের একদিনের কর্মবিরতি
									প্রতীকী ছবি
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে একদিনের কর্মবিরতি ঘোষণা করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
রবিবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হবে এ কর্মবিরতি। শুক্রবার (১২ জুলাই) রাতে মিটফোর্ড হাসপাতাল শাখার ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) এক বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, 'আমরা, মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, ক্যাম্পাস ও হাসপাতালে চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে আগামীকাল সকাল ৮টা থেকে একদিনের কর্মবিরতিতে যাচ্ছি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।'
তারা আরও জানান, পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এই কর্মবিরতির ফলে হাসপাতালের বহির্বিভাগ ও ওয়ার্ডভিত্তিক চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জরুরি বিভাগ চালু থাকবে কি না- সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯১
প্রসঙ্গত, গত বুধবার (১০ জুলাই) বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় পুরনো তার ও ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদকে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।
এ ঘটনায় পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিএনপি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








