ভোটার ডাটা লক থাকায় এনআইডি সংশোধন স্থগিতের নির্দেশ
ফাইল ছবি
ভোটার তালিকা তৈরি, হালনাগাদ ও ডাটা মাইগ্রেশনের কাজে ভোটারদের ডাটা সাময়িকভাবে লক থাকায় এই সময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম সকল পর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।
আরও পড়ুন: পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ
নির্দেশনায় বলা হয়েছে, ভোটার লিস্ট জেনারেশন, আপডেট, বিভিন্ন রিপোর্ট প্রস্তুত, ডাটা মাইগ্রেশন, স্টোরেজ আপডেট ও সফটওয়্যারের নতুন ভার্সন ডেপলয়মেন্টসহ নানা কারণে ভোটারদের ডাটা সিস্টেম কর্তৃক সাময়িকভাবে লক করা হয়।
এ সময় কোনো ভোটারের সংশোধনের আবেদন অনুমোদন না করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








