News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৯, ২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১১:৩৯, ২ সেপ্টেম্বর ২০২৫

জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগলের জরুরি সতর্কবার্তা

জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগলের জরুরি সতর্কবার্তা

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে টেক জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা (টু–স্টেপ ভেরিফিকেশন) চালুর পরামর্শ দিয়েছে। সম্প্রতি জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলা বেড়ে যাওয়ায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

গুগলের তথ্যমতে, কুখ্যাত হ্যাকার দল শাইনি হান্টার্স এসব হামলার পেছনে সক্রিয়। ২০২০ সাল থেকে তারা প্রতারণামূলক ই–মেইলের মাধ্যমে ভুয়া লগইন পেজে ব্যবহারকারীদের নিয়ে গিয়ে ফিশিং হামলা চালাচ্ছে। এতে অনেকে পাসওয়ার্ড, নিরাপত্তা কোডসহ সংবেদনশীল তথ্য হারাচ্ছেন। গুগলের আশঙ্কা, খুব শিগগিরই হ্যাকার দলটি আরও লক্ষ্যভিত্তিক ও ধ্বংসাত্মক হামলা চালাতে পারে।

গুগল জানিয়েছে, টু–স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে পাসওয়ার্ড ফাঁস হলেও হ্যাকারদের অ্যাকাউন্টে প্রবেশ করতে অতিরিক্ত কোড প্রয়োজন হয়, যা ব্যবহারকারীর যন্ত্রে পাঠানো হয়। এ কারণে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন এবং দুই স্তরের নিরাপত্তা চালু করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞরা মনে করছেন, জিমেইল অ্যাকাউন্ট হ্যাকড হলে ব্যাংকিং, অনলাইন কেনাকাটা ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা সেবা হুমকির মুখে পড়ে। তাই ব্যবহারকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: ক্ষতিকর অ্যাপ ঠেকাতে কড়া নীতি আনল গুগল

প্রসঙ্গত, গত জুনে গুগল এক ব্লগ বার্তায় জানায়, শাইনি হান্টার্স নতুনভাবে ডেটা লিক সাইট চালু করে চাঁদাবাজির কৌশল নিতে পারে। এরপর ৮ আগস্ট সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের সরাসরি ই–মেইল পাঠিয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়। সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়