News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৫, ১ সেপ্টেম্বর ২০২৫

ক্ষতিকর অ্যাপ ঠেকাতে কড়া নীতি আনল গুগল

ক্ষতিকর অ্যাপ ঠেকাতে কড়া নীতি আনল গুগল

ফাইল ছবি

অ্যান্ড্রয়েডের ক্ষতিকর অ্যাপ নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে কঠোর নীতি চালু করছে গুগল। নতুন নিয়ম অনুযায়ী, প্লে স্টোরে কোনো অ্যাপ প্রকাশের আগে কিংবা সাইডলোডিংয়ের মাধ্যমে সরবরাহের ক্ষেত্রেও ডেভেলপারদের পরিচয় ও কার্যক্রম যাচাই বাধ্যতামূলক হবে।

গুগল জানিয়েছে, এ প্রক্রিয়ার লক্ষ্য হলো প্রতিটি ডেভেলপারকে যাচাই-বাছাইয়ের আওতায় আনা, যাতে ভুয়া বা ক্ষতিকর অ্যাপ ব্যবহারকারীর হাতে পৌঁছাতে না পারে। তাদের মতে, এতে প্রতারকেরা আর সহজে প্লে স্টোরে প্রবেশ করতে পারবে না।

তবে প্রযুক্তি বিশ্লেষকেরা প্রশ্ন তুলেছেন, নীতিটি বাস্তবে কতটা কার্যকর হবে। কারণ প্রতারকেরা নানা কৌশলে নিয়ম এড়িয়ে ক্ষতিকর অ্যাপ চালু করার চেষ্টা চালাতে পারে। গুগল বলছে, এবার শুধু প্লে স্টোর নয়, তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর বা ইন্টারনেট থেকে সাইডলোডিংয়ের মাধ্যমেও যে অ্যাপ সরবরাহ করা হবে, তার ক্ষেত্রেও একই যাচাই প্রক্রিয়া প্রযোজ্য হবে।

গুগলের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব উৎস থেকে আসা অনেক অ্যাপেই ম্যালওয়্যার থাকে, যা ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য চুরি করে বা আর্থিক ক্ষতির কারণ হয়।

আরও পড়ুন: সেপ্টেম্বর থেকে ফোরজিতে সর্বনিম্ন ১০ এমবিপিএস

এদিকে নতুন নীতির পাশাপাশি গুগলের ফ্ল্যাগশিপ ফোন পিক্সেল ১০-এ এসেছে বাড়তি সুবিধা। প্রথমবারের মতো হোয়াটসঅ্যাপে স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে ভিডিও ও ভয়েস কল করা যাবে। স্যাটেলাইটের মাধ্যমে কল বা বার্তা আদান-প্রদান নতুন না হলেও হোয়াটসঅ্যাপের জন্য এটি প্রথমবার চালু হচ্ছে। গুগল জানিয়েছে, চলতি মাসের শেষ দিকেই ব্যবহারকারীরা নতুন এই সুবিধা পাবেন। সূত্র: নিউজ১৮ ডটকম

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়