News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৭, ২ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৬:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০২০

অল্প সময়ে নতুন প্রজন্ম বিশ্বজয় করবে: শিক্ষামন্ত্রী

অল্প সময়ে নতুন প্রজন্ম বিশ্বজয় করবে: শিক্ষামন্ত্রী

ঢাবি: অতি অল্প সময়ের মধ্যে নতুন প্রজন্ম সারা বিশ্ব জয় করবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ‘দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডিজিটাল এডুকেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অতি অল্প সময়ের মধ্যে আমাদের নতুন প্রজন্ম সারা বিশ্ব জয় করবে। আমাদের এক টাকা দিয়ে দুই টাকার কাজ করতে হবে। আমরা যদি শিক্ষাকে আমাদের সকলের জন্য নিশ্চিত করতে না পারি, জনশক্তিকে মানব সম্পদে তৈরি করতে না পারি, তাহলে আমাদের টেকসই উন্নয়ন সম্ভব হবে না। একসময় আমাদের স্কুলে বিজ্ঞান বিভাগ ছিল কিন্তু কোনো ল্যাব ছিল না। বর্তমানে আমাদের এমন কোনো স্কুল নেই যেখানে ল্যাব নেই। এমনকি এমন কোনো স্কুল নেই যেখানে নুন্যতম একটি কম্পিউটার নেই। এসব আমাদের শিক্ষাখাতে ডিজিটাল হওয়ার প্রমাণ।’

তিনি বলেন, ‘২০ হাজার ৫০০ ক্লাস রুমকে মাল্টিমিডিয়া করার উদ্যোগ নিয়েও বিদ্যুৎ স্বল্পতার কারণে তা বাস্তবে রূপ দেওয়া যায়নি। তবে ২০১৬ সালের জুলাইয়ের মধ্যে সারাদেশে প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। সর্বশেষ কয়েক মাসের মধ্যে আমরা প্রায় তিন হাজার স্কুলকে মাল্টিমিডিয়া ক্লাসরুমের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি।’

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বলেন, ‘একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শিক্ষার উপর অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশ গরিব রাষ্ট্র হওয়ার কারণে এখানকার অনেক শিক্ষার্থীর উচ্চ শিক্ষা গ্রহণের আগ্রহ থাকলেও তারা তা পারছে না। নিজেদের আরো বেশি ক্রিয়েটিভ করে তুলতে হবে।’

জাপানের হিতোতশুবাসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেশিরো ইউনেকুরা বলেন, ‘একটি দেশকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে অনেক বেশি জনশক্তি রয়েছে। সরকার সহযোগীতা করলে তারাও মানবসম্পদে পরিণত হবে।’

ব্যাকবোন ফাউনডেশন, সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি এবং ঢাবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ দিনব্যাপী কনফারেন্সটির আয়োজন করে। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফের সভাপতিত্বে কনফারেন্সে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, জাপানের হিতোতশুবাসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেশিরো ইউনেকুরা প্রমূখ।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়