News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩০, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:০০, ২০ জানুয়ারি ২০২০

৮৪ বছর বয়সে গ্রাজুয়েট ফাতিমা

৮৪ বছর বয়সে গ্রাজুয়েট ফাতিমা

বলা হয়ে থাকে, পড়াশোনার কোনো বয়স নেই। আর সেই কথাটিই প্রমাণ করে দেখিয়েছেন তুরস্কের ফাতিমা মিহরিবান আকতারি। তার বয়স এখন ৮৪। পড়াশোনা ছেড়ে দেয়ার ৬৪ বছর পর তিনি ফের গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করলেন।

ইস্তাম্বুলের অভিজাত মিমার সিনান ইউনিভার্সিটিতে ফাইন আর্টসে ভর্তি হয়েছিলেন ফাতিমা। সেটা ১৯৫১ সালের কথা। কিন্তু পরিবারের অর্থিক দৈন্যতার কারণে সে সময় তাকে একটি প্রিন্টিং হাউসে চাকরি নিতে হয়। পরে তার বাবা মারা যাওয়ায় পড়াশোনা ছেড়ে চাকরিতেই মনোনিবেশ করতে হয়।

১৯৮৮ সালে তিনি অবসরে যান। কিন্তু মনের মধ্যে তার ফাইন আর্টসের ডিগ্রির আশা জেগে থাকে। এরপরও কেটে গেছে অনেক দিন। ২০১১ সালে তার সেই সুযোগ আসে।

তিনি জানান, আমি টিভিতে দেখলাম, যারা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, সরকার তাদের ডিগ্রি সম্পন্ন করার সুযোগ দিচ্ছে। যে কোনো বয়সের মানুষ পড়াশোনা সম্পন্ন করতে পারবে। আমি তো মহা খুশি। আবেদন করলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার আবেদন গ্রহণ করলো।

এরপর তিনি পড়াশোনা চালিয়ে যান এবং এ বছরই ফাইন আর্টসের ডিগ্রিটাও অর্জন করছেন।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়