News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১০, ১২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ২৩:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২০

ডেঙ্গুতে উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

ডেঙ্গুতে উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

বেবী বড়ুয়া

বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমা ওরফে বেবী বড়ুয়া (৩২) ডেঙ্গু‌তে আক্রান্ত হ‌য়ে মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর ৪টা ৫৭ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রুমা উপজেলা চেয়ারম্যান ও রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে শারীরিকভাবে অসুস্থবোধ করলে রুমার একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করান। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর তাকে চট্টগ্রামে নিয়ে সিএস‌সিআর নামে একটি বেসরকারি ক্লি‌নিকে ভর্তি করানো হয়। ওই ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোরে তি‌নি মারা যান।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্বামী ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়