কক্সবাজারে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত
ছবি প্রতীকী
কক্সবাজারের পেকুয়ায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।
পেকুয়া থানার ওসি জাকির হোসাইন ভূঁইয়া জানান, রোববার বেলা ১১টায় পেকুয়া উপজেলার বাঘগুজরা স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত বাহার উদ্দিন (৪০) চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার গারাংগিয়া এলাকার আকবর আহমদের ছেলে। আহত রিয়াজুল ইসলাম (৫৫) একই এলাকার বাসিন্দা।
ওসি জাকির বলেন, “পেকুয়ার বাঘগুজরা স্টেশনে সড়কের পাশে দাঁড় করানো অবস্থায় মোটর সাইকেলটিকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে দুই আরোহী আহত হয়। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তি সেখানে চিকিৎসাধীন রয়েছে।”
স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, “হতাহতরা লবণ ব্যবসায়ি ছিলেন। রোববার সকালে ব্যবসায়িক কাজে তারা পেকুয়া আসেন।”
এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। ওসি জানান, নিহতের লাশ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ








