News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৯, ২০ জানুয়ারি ২০১৯
আপডেট: ০৩:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০২০

সোনারগাঁয়ে প্রাইভেট কার খাদে, নিহত ৪

সোনারগাঁয়ে প্রাইভেট কার খাদে, নিহত ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ চার জন নিহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের ভৈরবেরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

রোববার সকালে সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

চালক নিহত অপর তিন জনের নাম রাজু, মোমেল ও শহিদুল।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।

গাড়িটি আড়াইহাজার যাচ্ছিল বলে জানান তিনি। 

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়