লক্ষ্মীপুরে বাস খালে পড়ে ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে যায় বাসটি। এ ঘটনায় অন্তত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- জয়নাল আবেদীন (৫৭), মোরশেদ আলম (৪০), হুমায়ুন কবির, মাজেদ ও রিপন। তাদের মধ্যে জয়নাল আবেদীন ও মোরশেদ আলম সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের বাসিন্দা। হুমায়ুন কবির লতিফপুর এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী বাসটি খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার আড়াই ঘণ্টা পেরোলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। স্থানীয়রা অভিযোগ করেন, ডুবুরি দল ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে না আসায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। খালের তলদেশে আরও যাত্রী থাকতে পারে বলে আশঙ্কা তাদের।
আরও পড়ুন: নুরা পাগলা দরবারের ঘটনায় পুলিশের হামলা, সাড়ে তিন হাজার আসামি
এদিকে দুর্ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি