News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৪, ১৮ আগস্ট ২০২৫

গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতালদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবি

গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতালদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবি

ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাটে ধান রোপনের সময় ভূমিদস্যুদের হামলায় ৪ জন আদিবাসী সাঁওতাল গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় আদিবাসীদের নিরাপত্তা বিধান, ভূমিদস্যু রফিকুল ইসলামসহ জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ।

গত ১৫ আগস্ট ২০২৫ বিকাল ৩টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাটে ধান রোপনের সময় ভূমিদস্যুরা হামলা চালিয়ে ৪ জন আদিবাসী সাঁওতালকে গুরুতর জখম করে। 

এ ঘটনায় ১৭ আগস্ট রাতে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।

শ্যামবালা হেমব্রমের পৈতৃক জমিতে আমন ধান রোপনকালে ভূমিদস্যু রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনীরা ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে সাঁওতালদের ওপর হামলা চালায়। এতে বিশ্বনাথ সরেন, শ্যামবালা হেমব্রম, সৈলাস ও জয়ন্ত গুরুতর জখম হন। 

এ ঘটনায় আহত বিশ্বনাথ সরেন, শ্যামবালা হেমব্রম, সৈলাস ও জয়ন্তকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর জখম হওয়ার কারণে বিশ্বনাথকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, প্রেসিডিয়াম সদস্য ডাঃ ফিলিমন বাস্কে, সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিমল খালকো, কোষাধ্যক্ষ মার্টিন মূর্মূ, প্রচার সম্পাদক বিভূতী ভূষণ মাহাতো, দপ্তর সম্পাদক নকুল পাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকন সুইটেন মুর্মু, নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, সাংস্কৃতিক সম্পাদক নিরলা মার্ডীসহ আদিবাসী নেতৃবৃন্দ আদিবাসীদের নিরাপত্তা বিধান, ভূমিদস্যু রফিকুল ইসলামসহ জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। সংবাদ: বিজ্ঞপ্তি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়