সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চবি প্রশাসন

ফাইল ছবি
শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন মামলা করেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করা হয়। তবে মামলার বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
অন্যদিকে, জোবরা গ্রামসহ আশপাশের এলাকায় এখনো বহাল রয়েছে ১৪৪ ধারা। ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে। যদিও ক্লাস চলমান, তবুও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার পর্যন্ত সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
পরবর্তী করণীয় নির্ধারণে বিকেল তিনটায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য।
আরও পড়ুন: চবি এলাকায় সংঘর্ষের পর ১৪৪ ধারা বাড়ল আরও একদিন
উল্লেখ্য, শনিবার রাতে ২ নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে এক ছাত্রীকে মারধরের জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। রবিবারও সংঘর্ষ অব্যাহত থাকে। এতে প্রোভিসি, প্রক্টরসহ কয়েক শ’ শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি