News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৪, ১ সেপ্টেম্বর ২০২৫

চবি এলাকায় সংঘর্ষের পর ১৪৪ ধারা বাড়ল আরও একদিন

চবি এলাকায় সংঘর্ষের পর ১৪৪ ধারা বাড়ল আরও একদিন

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর জারি করা ১৪৪ ধারার মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সোমবার (০১ সেপ্টেম্বর) বিকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশে ১৪৪ ধারা কার্যকর থাকবে। এই সময়ে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে সোমবার (০১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ ছিল।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় দেরিতে বাড়ি ফেরায় ভাড়া বাসার এক দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রথম দফার সংঘর্ষ চলে রাত সাড়ে ৩টা পর্যন্ত।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

পরদিন রবিবার সকাল সাড়ে ১১টা থেকে আবারও শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা চলে বিকেল ৩টা পর্যন্ত। এতে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে অন্তত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই শিক্ষকও রয়েছেন। সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন স্থানীয়দের ধাওয়ায় অসুস্থ হয়ে পড়েন। প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফও আহত হন।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে তাদের পক্ষেরও অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তবে ক্লাস ও শাটল ট্রেন নিয়মিত সূচি অনুযায়ী চালু থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে সোমবার ১৪৪ ধারা বহাল থাকা অবস্থায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে রোববার রাতের হামলার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

প্রশাসন জানিয়েছে, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ১৪৪ ধারা জারি ও মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়