পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

ছবি: সংগৃহীত
পাকিস্তানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দিয়ামির জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
আল আরাবিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দিয়ামির জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ এএফপিকে বলেন, সকাল ১০টার দিকে হেলিকপ্টারটি একটি নতুন প্রস্তাবিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের সময় বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে রয়েছেন দুই পাইলট ও তিনজন টেকনিশিয়ান।
এর কয়েক সপ্তাহ আগেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্যা ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার সময় আরেকটি সরকারি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু সদস্য নিহত হয়।
আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৬২২, আহত ১৫ শতাধিক
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে একাধিক প্রাণঘাতী হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। ২০২২ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে বন্যা ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার সময় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে নিহত হন পাঁচ সেনা সদস্য ও সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা।
নিউজবাংলাদেশ.কম/এসবি