জেড ক্যাটাগরিতে যুক্ত ৯ কোম্পানি
২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্তে জেড ক্যাটাগরিতে যুক্ত হয়েছে নতুন ৯ কোম্পানি। সম্প্রতি জুন ক্লোজিং ওইসব কোম্পানি আয়োজিত পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্তে এ অবনমন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জেড ক্যাটাগরিতে আসা ওই কোম্পানিগুলো হলো জাহিনটেক্স, উসমানিয়া গ্লাস, আরএন স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, বিডি থাই, সালভো কেমিক্যাল, জেনারেশন নেক্সট, খান ব্রাদার্স পিপি ওভেন, ইনটেক। অবশ্য এর আগের অর্থবছর ওইসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর








