টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। দেশ-বিদেশ থেকে ৪৩৬ বিদেশি মুসল্লিসহ চিল্লাধারীরা অংশগ্রহণ করে বছরের কাজের কর্মপরিকল্পনা ও মুরব্বিদের রাহবারি গ্রহণ করছেন।