News Bangladesh

নারী ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ৭ জুলাই ২০২৫

সুরিনামের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট জেনিফার সাইমনস

সুরিনামের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট জেনিফার সাইমনস

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জেনিফার সাইমনস। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সদ্য নির্বাচিত রাষ্ট্রপ্রধান জেনিফার সাইমনস পেশায় একজন চিকিৎসক এবং দেশটির সংসদের সাবেক স্পিকার।

রবিবার (৬ জুলাই) জাতীয় পরিষদের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরোক্ষ এই নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে রাষ্ট্রপ্রধান হন ৭১ বছর বয়সী সাইমনস।

মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন প্রগ্রেসিভ রিফর্ম পার্টি (PRP) ১৭টি এবং বিরোধী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (NDP) ১৮টি আসন পায়। সংসদের ৫১টি আসনের বাকি ১৬টি দখলে নেয় ছোট দলগুলো। পরে জোট গঠন করে প্রধান দুটি দল, আর তাদের সম্মতিক্রমেই সাইমনস রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী, সুরিনামে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই প্রেসিডেন্ট নির্বাচিত হন। একজন প্রার্থীকে জয়ের জন্য জাতীয় পরিষদে দুই-তৃতীয়াংশ সমর্থন পেতে হয়।

আরও পড়ুন: কুমিল্লার ইতিহাসে প্রথম নারী ওসি নাজনীন সুলতানা

নির্বাচিত হওয়ার পর দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে জেনিফার সাইমনস বলেন, 'প্রেসিডেন্ট পদে জয়ী হয়ে আমি জনগণের সেবা করতে এসেছি। আমার সব জ্ঞান, শক্তি ও অন্তর্দৃষ্টি ব্যবহার করে দেশের সম্পদ জনগণের কল্যাণে নিয়োজিত করব।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়