ভুটানের সঙ্গে ড্র, শিরোপার পথ কঠিন হয়ে পড়ল বাংলাদেশের

ছবি: সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা খেল বাংলাদেশ। স্বাগতিক ভুটানের সঙ্গে ফিরতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে সুরভী আকন্দ প্রীতি ও তার সতীর্থরা।
শুক্রবার (২৯ আগস্ট) ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লাল-সবুজরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে পূর্ণিমা মারমার শক্তিশালী শটে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। তবে প্রথমার্ধের শেষভাগে ভুটান সমতা ফেরায়; চোরতেন জাংমো দীর্ঘ পাস থেকে গোলরক্ষক মেঘলা রানীর উপরে নির্ভুল শটে বল জালে পাঠান। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ আক্রমণ চালালেও সুরভী আকন্দ প্রীতি, মামনি চাকমা ও থৈনু মারমাদের প্রচেষ্টা গোলের মুখ দেখায়নি। শেষ পর্যন্ত ম্যাচ ১-১ ব্যবধানে শেষ হয়।
ড্রয়ের ফলে পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১০ পয়েন্টে এবং তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। অন্যদিকে, চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ভারতের আজ নেপালের সঙ্গে পঞ্চম ম্যাচে জয় আসলে তারা এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তৈরি করবে। এ পরিস্থিতিতে ৩১ আগস্ট বাংলাদেশ-ভারত ম্যাচ জিতলেও লাল-সবুজদের শিরোপার স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যাবে।
আরও পড়ুন: বাংলাদেশের মেয়েরা ৪-১ গোলে নেপালকে হারালো, প্রীতির হ্যাটট্রিক
বাংলাদেশের শিরোপা ধরে রাখার একমাত্র আশা ভারতের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। ভারত যদি নেপালের কাছে হেরে যায়, তখন শেষ ম্যাচে জয় পেলে শিরোপার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। কিন্তু ড্র বা ভারতের জয় হলে গোল ব্যবধানের কারণে (ভারত ২২, বাংলাদেশ ৬) বাংলাদেশের সম্ভাবনা মূলত শেষ হয়ে যাবে।
বাংলাদেশ টুর্নামেন্টটি শুরু করেছিল চমৎকারভাবে। প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারানোর পর নেপালের বিপক্ষে ২-০ ও ৪-১ ব্যবধানে জিতেছিল তারা। এরপর ভারতের কাছে ২-০ গোলে হারের পর আজকের ড্র শিরোপার আশা অনেকটাই কমিয়ে দিয়েছে।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের ধারাবাহিক সাফল্য সাম্প্রতিক সময়ে নজরকাড়া। ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় এবং এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জনের পাশাপাশি সিনিয়র ও বয়সভিত্তিক দলগুলোও ধারাবাহিক সাফল্য দেখাচ্ছে। তবে এবার অনূর্ধ্ব-১৭ দলের শিরোপা স্বপ্ন ভারতের ওপর নির্ভর হয়ে দাঁড়িয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি