News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে ইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে ইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের সঙ্গে আজ বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে যাবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও থাকবেন এই প্রতিনিধি দলে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার বিকাল সাড়ে ৩টায় নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করতে আগারগাঁও নির্বাচন ভবনে যাবেন বিএনপির একটি প্রতিনিধি দল।

সালাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায় আছে, এ বিষয়ে কমিশন কী করছে, সেসব জানতেই আমরা যাচ্ছি। নির্বাচনি আইনের সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কমিশনের সাথে কথা বলব। নির্বাচন নিয়ে আমাদেরও কিছু প্রস্তাব রয়েছে, সেগুলোও আমরা কমিশনকে জানাব। 

আরও পড়ুন: ‘ডেভিল হান্টের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না’

তিনি বলেন, বর্তমানে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাজ প্রায় সমাপ্ত করে এনেছে। আমাদের কাছে তালিকা আছে। মার্চের ২ তারিখের মধ্যে একটা পরিষ্কার ভোটার তালিকা প্রণয়ন হয়ে যাবে। এরপর শুনানি আপত্তি চলবে সেটা ধারাবাহিক প্রসেস এবং সেটাও মাস দুয়েকের ভেতরে হয়ে যাবে, সেই প্রজ্ঞাপনও আমরা পেয়েছি নির্বাচন কমিশন থেকে।

এই বিএনপি নেতা বলেন, ডিলিমিটেশন সময়মত হবে এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম যেগুলো আছে, আইনি সংস্কার ছাড়া, সেগুলো খুব বেশি সময় নেয়ার কথা নয়। অতীত অভিজ্ঞায় আমাদের জানা আছে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের কত সময় দরকার।

বিএনপি এ বছরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন চায়। দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনমত গড়ে তুলতে সারাদেশের ৬৪ জেলায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এর অংশ হিসেবেই বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।

গত ২১ নভেম্বর দেশের চতুর্দশতম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীন। এছাড়া নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়