সিলেট মহানগর ছাত্রলীগের নতুন কমিটি গঠিত
সিলেট: ছাত্রলীগ সিলেট মহানগর শাখার নতুন চার সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
সোমবার দুপুর ১টা ৫৩ মিনিটে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও তার স্বাক্ষরিত নতুন কমিটির অনুমোদনের ছবি প্রকাশ করেন।
মহানগর ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন আব্দুল বাসিত রুম্মান এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সজল দাস অনিক এবং সৈকত চন্দ্র রিমি। এছাড়াও মঈনুল ইসলামকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা যায়, সিলেট মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।
নতুন কমিটির সভাপতি আব্দুল বাসিত রুম্মান আগে ছাত্রলীগের বিভাগীয় উপ সম্পাদক ছিলেন এবং আব্দুল আলীম তুষার ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক।
উল্লেখ্য, গত ৪ জুলাই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের উপস্থিতিতে কমিটি ঘোষণা ছাড়াই এদিন সম্মেলন শেষ হয়।
নিউজবাংলাদেশ.কম








