News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৭, ২০ জুলাই ২০১৫
আপডেট: ০৭:৩৩, ১৮ জানুয়ারি ২০২০

খালেদা জিয়ার প্রতি দলীয় কর্মীরা অসন্তুষ্ট: বাণিজ্যমন্ত্রী

খালেদা জিয়ার প্রতি দলীয় কর্মীরা অসন্তুষ্ট: বাণিজ্যমন্ত্রী

ভোলা: খালেদা জিয়ার বক্তব্যের প্রতি সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি’র কতিপয় নেতার বক্তব্য প্রমাণ করেছে খালেদার নেতৃত্বের প্রতি তার দলীয় কর্মীরা অসন্তুষ্ট, তারা মনে করে, ২০১৯ সালের নির্বাচনেও বিএনপি জিততে পারবে না। এ জন্যই তাদের নেতাকর্মীর মাঝে চরম হতাশা বিরাজ করছে।

সোমবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরও বলেন, যে দলে গণতন্ত্র নেই, যে দল চলে মা এবং ছেলের সিদ্ধান্তে যেখানে দলীয় নেতাকর্মীদের ভূমিকা নেই, সে দলের প্রতি আ.লীগের কোনো ভাবনা নেই, আ.লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করবে কেন?

আন্দোলনের নামে খালেদা জিয়া দেশে জঙ্গি তৎপরতা সৃষ্টি করছিলো উল্লেখ করে বানিজ্যমন্ত্রী আরও বলেন, দেশে ধ্বংস যজ্ঞ চালিয়েছে খালেদা জিয়া, নিরীহ নিরাপদ মানুষকে হত্যা করেছে, সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা সৃষ্টির মাধ্যমে নাশকতা করে দেশের অর্থনীতি পঙ্গু করতে চেয়েছিল, কিন্তু বাংলার জনগণ তার সে প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।

মন্ত্রী বলেন, দেশের মানুষ খুব আনন্দের সাথে ঈদ উদযাপন করেছে, রমজান মাসও খুব ভালো গিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। মানুষ খুব সুখী, অর্থনৈতিকভাবে মানুষ স্বাবলম্বী হতে চলছে।

বঙ্গবন্দু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন ভালো চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০২১ সালে মধ্যে দেশ শুধু মধ্যম আয়ের দেশে রুপান্তিত হওয়ার পাশাপাশি আত্মমর্যাদাশালী গৌরবময় জাতি হিসাবে বিশ্বের মানুষের কাছে মাথা তুলে দাঁড়াবে।

এর আগে মন্ত্রী ভোলা সদরে ইলিশা ইউনিয়নের মেঘনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ভোলা-লক্ষীপুর এপ্রোস সড়কসহ ভাঙ্গন কবলিত বিভিন্ন  এলাকা পরিদর্শনে করে নদী ভাঙন রোধে খুব দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ভাঙন রোধে বিগত দিনের মত এখনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন-জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এনামূল হক আরজু, যুবলীগ নেতা আতিকুর রহমান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়