জয়কে হত্যার হুমকি: জাসাস নেতার নামে মামলা
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, এর আগে একই অভিযোগে মার্কিন আদালতে মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারের সাজা হয়েছে। জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ মামুনও নিউইয়র্কে রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের আগে যে কোনো সময় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জাসাসের এক সমাবেশে সজীব ওয়াজেদ জয়কে হত্যা ও দেশে ফিরলে তাকে অপহরণের হুমকি দেওয়া হয়।
১৯৬০ সালের প্যানাল কোর্ট আইনের ১২০-বি ধারায় মামলাটি দায়ের করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এফএ/এজে
নিউজবাংলাদেশ.কম








