সিরাজগঞ্জে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু
২৪ ঘণ্টায় ১৫ জন হাসপাতালে ভর্তি
সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহেদী হাসান মীম (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মেহেদী হাসান কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে রাজধানীর মিরপুরের সরকারি বাংলা কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র ছিল। এর আগে গত বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয় মেহেদী হাসান।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরিদুল ইসলাম বলেন, “ডেঙ্গু শক সিনড্রোমের কারণে ছেলেটির চিকিৎসায় খুব একটা সময়ও পাওয়া যায়নি।”
শনিবার রাতেই স্বজনরা তার লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন বলেও জানান তিনি।
সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে শনিবার পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নতুন ১১ জনসহ ৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সিরাজগঞ্জে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯৪ জন। তাদের মধ্যে ৩১৮ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ








